Home » সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি » মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি » রেলপথ মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩

রেলপথ মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩

রেলপথ মন্ত্রণালয় কর্তৃক নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি গত ১৩ মার্চ ২০২৩ তারিখে প্রকাশ করা হয়েছে। প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট হতে অনলাইনে আবেদন আহ্বান করা যাচ্ছে।

০৫ টি ক্যাটাগরির ১৭ টি শূন্যপদে জনবল রিক্রুট করা হবে। আগামী 18 এপ্রিল 2023 তারিখের মধ্যে আগ্রহী প্রার্থীদের আবেদন করতে হবে।

আপনিও যদি রেল মন্ত্রণালয়ে নিয়োগ পেতে চান তাহলে দ্রুত আবেদন করুন। সকল তথ্য বিস্তারিত ভাবে জানুন এই পোস্ট হতে।

 

চাকরির সারসংক্ষেপ

  • বিজ্ঞপ্তি প্রকাশ: ১৩-০৩-২০২৩
  • ক্যাটাগরি: ০৫ টি
  • খালি পদ: ১৭ টি
  • গ্রেড: ১৩-২০ তম
  • বেতন: ৮,২৫০-২৬,৫৯০ টাকা
  • বয়স: ১৮-৩০ বৎসর
  • আবেদন ফি: ১১২ ও ২২৩ টাকা
  • আবেদন শুরু: ২০-০৩-২০২৩
  • আবেদনের শেষ তারিখ: ১৮-০৪-২০২৩
  • আবেদনের মাধ্যম: Online

 

আরও পড়ুন: চলমান সকল এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি

 

২০২৩ সালের রেলপথ মন্ত্রণালয় এর নিয়োগ বিজ্ঞপ্তি ডাউনলোড করুন

গত ১৩ মার্চ ২০২৩ তারিখে রেল মন্ত্রণালয় কর্তৃক প্রকাশিত নিয়োগ সার্কুলার নিচে দেওয়া হলো-

 

১৩ মার্চ ২০২৩ তারিখে প্রকাশিত রেলপথ মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তির প্রথম পৃষ্ঠা

১৩ মার্চ ২০২৩ তারিখে প্রকাশিত রেলপথ মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তির দ্বিতীয় পৃষ্ঠা

১৩ মার্চ ২০২৩ তারিখে প্রকাশিত রেলপথ মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তির তৃতীয় পৃষ্ঠা

 

 

আরও পড়ুন: কাস্টমস নিয়োগ বিজ্ঞপ্তি

 

আবেদনপত্র পূরণ সংক্রান্ত তথ্য

১) পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীগণ mor.teletalk.com.bd ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করবেন। অনলাইনে আবেদনের সময়সীমা নিম্নরুপ-

 

তারিখ সময়
আবেদন শুরু ২০ মার্চ, ২০২৩ সকাল ১০.০০ টা
আবেদন শেষ ১৮ এপ্রিল, ২০১৩ বিকাল ০৪.০০ টা

 

উক্ত সময়সীমার মধ্যে User ID প্রাপ্ত প্রার্থী Online এ আবেদনপত্র Submit – এর সময় থেকে পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে SMS এ পরীক্ষার ফি জমা দিবেন।

২) Online আবেদনপত্রে প্রার্থী তার রঙিন ছবি (Color Picture) ও স্বাক্ষর (Signature) স্ক্যান করে নির্ধারিত স্থানে Upload করবেন। ছবির সাইজ সর্বোচ্চ 100KB ও স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ 60KB হতে হবে।

৩) Online আবেদনপত্রে পূরণকৃত তথ্যই যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে, সেহেতু Online এ আবেদনপত্র Submit করার পূর্বেই পুরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে নিজে শতভাগ নিশ্চিত হবেন।

৪) প্রার্থী Online এ পুরুণকৃত আবেদনপত্রের একটি প্রিন্টকপি পরীক্ষা সংক্রান্ত যে কোন প্রয়োজনে সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন এবং মৌখিক পরীক্ষার সময় এক কপি জমা দিবেন।

৫) Online Application Form যথাযথভাবে পূরণ করে নির্দেশনা মতে ছবি এবং Signature upload করে আবেদনপত্র Submit করা সম্পন্ন হলে কম্পিউটারে ছবিসহ Application Preview দেখা যাবে।

নির্ভুলভাবে আবেদনপত্র Submit করা সম্পন্ন প্রার্থী একটি User ID, ছবি এবং স্বাক্ষরযুক্ত একটি Applicant কপি পাবেন। উক্ত Applicant কপি প্রার্থী প্রিন্ট অথবা download করে সংরক্ষণ করবেন।

Applicant কপিতে একটি User ID নম্বর দেয়া থাকবে। এই User ID নম্বর ব্যবহার করে প্রার্থী নিম্নোক্ত পদ্ধতিতে যে কোন Teletalk pre-paid mobile নম্বরের মাধ্যমে ০২ (দুই) টি SMS করে পরীক্ষার ফি জমা দিবেন।

প্রথম SMS:

MOR <Space> User ID লিখে 16222 নম্বরে send করতে হবে।

উদাহারণ: MOR ABCD

দ্বিতীয় SMS:

MOR <Space> YES <Space> PIN লিখে 16222 নম্বরে Send করতে হবে।

উদাহারণ: MOR YES *********

তবে এখানে বিশেষভাবে উল্লেখ্য যে, Online আবেদনপত্রের সকল অংশ সঠিকভাবে পূরণ করে সাবমিট করা হলেও আবেদন ফি জমা না দেয়া পর্যন্ত Online আবেদনপত্র কোনো অবস্থাতেই গৃহীত হবে না।

 

সতর্কতা

Online-এ আবেদন করতে কোনো সমস্যা হলে আপনি morbd.ict@gmail.com ই-মেইল ঠিকানায় যোগাযোগ করবেন।

Online আবেদন এবং টাকা জমার কাজটি নিজেই করবেন। এক্ষেত্রে অন্য কোনো মাধ্যম থেকে উক্ত কাজটি সম্পন্ন করে প্রার্থী প্রতারিত হলে কর্তৃপক্ষ দায়ী থাকবে না।

 

রেলপথ মন্ত্রণালয়ের নিয়োগ পরীক্ষা

প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি mor.teletalk.com.bd ওয়েবসাইটে এবং যোগ্য প্রার্থীদের মোবাইল ফোনে SMS এর মাধ্যমে যথাসময়ে জানানো হবে।

Online আবেদনপত্রে প্রার্থীর প্রদত্ত মোবাইল ফোনে পরীক্ষা সংক্রান্ত যাবতীয় যোগাযোগ সম্পন্ন করা হবে বিধায় উক্ত নম্বরটি সার্বক্ষণিক সচল রাখবেন।

User ID এবং Password ব্যবহার করে পরবর্তীতে রোল নম্বর, পদের নাম, ছবি পরীক্ষার তারিখ, সময় ও কেন্দ্রের নাম ইত্যাদি তথ্য সংবলিত প্রবেশপত্র প্রার্থী Download পূর্বক Print করে নিবেন।

প্রার্থী এই এডমিট কার্ডটি লিখিত পরীক্ষায় অংশগ্রহণের সময়ে এবং উত্তীর্ণ হলে ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার সময়ে অবশ্যই প্রদর্শন করবেন।

 

আরও পড়ুন: খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরো এর নতুন নিয়োগ বিজ্ঞপ্তি

 

রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত কিছু তথ্য

বাংলাদেশের রেলপথ মন্ত্রণালয় দেশের রেলওয়ে নেটওয়ার্কের প্রশাসন ও ব্যবস্থাপনার জন্য দায়ীত্বরত একটি সংস্থা। মন্ত্রকটির নেতৃত্বে রয়েছেন রেলমন্ত্রী, যার আন্ডারে রয়েছে বেশ কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা ও কর্মী। রেলপথ মন্ত্রণালয়ের মূল উদ্দেশ্য হল বাংলাদেশের রেল ব্যবস্থার দক্ষতা ও কার্যকারিতা উন্নত করা এবং জনসাধারণকে নিরাপদ, নির্ভরযোগ্য এবং সাশ্রয়ী মূল্যের পরিবহন পরিষেবা প্রদান করা।

রেলপথ মন্ত্রণালয় বাংলাদেশ রেলওয়ের তত্ত্বাবধান করে থেকে। এটি বাংলাদেশের রাষ্ট্রীয় মালিকানাধীন রেলওয়ে ব্যবস্থা। প্রায় ২৫,০০০ কর্মচারী নিয়ে বাংলাদেশ রেলওয়ে দেশের বৃহত্তম নিয়োগকর্তাদের মধ্যে একটি। এটি যাত্রীবাহী এবং মালবাহী ট্রেন উভয়ই পরিচালনা করে এবং দেশের বেশিরভাগ প্রধান শহর ও শহরে পরিষেবা দেয়। বাংলাদেশে রেলওয়ে নেটওয়ার্কের মোট দৈর্ঘ্য প্রায় ২,৮৫৫ কিলোমিটার।

নীতি প্রণয়ন, অবকাঠামোগত উন্নয়ন, রোলিং স্টক সংগ্রহ, ট্র্যাক এবং স্টেশনগুলির রক্ষণাবেক্ষণ এবং যাত্রী পরিষেবার বিধান সহ রেলওয়ে ব্যবস্থার সাথে সম্পর্কিত বিস্তৃত কাজের জন্য রেলপথ মন্ত্রণালয় দায়ী। এটি রেলওয়ে সেক্টরে কাজ করে এমন বেসরকারী খাতের কোম্পানিগুলির কার্যক্রম নিয়ন্ত্রণ ও পর্যবেক্ষণ করে থাকে।

সাম্প্রতিক বছরগুলোতে, রেলপথ মন্ত্রণালয় বাংলাদেশে রেলওয়ে নেটওয়ার্কের আধুনিকীকরণ ও আপগ্রেড করার জন্য বেশ কিছু উদ্যোগ গ্রহণ করেছে। এর মধ্যে রয়েছে নতুন লোকোমোটিভ এবং কোচ সংগ্রহ, নতুন রেললাইন নির্মাণ এবং বিদ্যমান ট্র্যাক ও স্টেশনগুলির পুনর্বাসন। রেলওয়ে ব্যবস্থার দক্ষতা ও নিরাপত্তার উন্নতির জন্য মন্ত্রক বেশ কিছু প্রযুক্তিগত উদ্ভাবনও চালু করেছে, যেমন GPS-ভিত্তিক ট্রেন ট্র্যাকিং সিস্টেম স্থাপন এবং অনলাইন টিকিট পরিষেবার বাস্তবায়ন।

এই প্রচেষ্টা সত্ত্বেও, বাংলাদেশের রেল ব্যবস্থা অপর্যাপ্ত তহবিল, পুরানো অবকাঠামো এবং দক্ষ জনবলের অভাব সহ বেশ কয়েকটি চ্যালেঞ্জের মুখোমুখি। তবে রেলপথ মন্ত্রণালয় এই চ্যালেঞ্জ মোকাবেলা এবং দেশে রেল পরিষেবার মান ও নির্ভরযোগ্যতা উন্নত করার জন্য কাজ করে যাচ্ছে।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *