খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরো (বিএমডি) নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩
খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরো (সংক্ষেপে বিএমডি) একটি নিয়োগ বিজ্ঞপ্তি গত ১৫ মার্চ ২০২৩ তারিখে প্রকাশ করেছে। বাংলাদেশের স্থায়ী নাগরিকগণ আবেদন করতে পারবেন।
০৪ টি পদের বিপরীতে ০৬ জন লোক রিক্রুট করা হবে। আবেদনের শেষ সময় 06 এপ্রিল 2023 তারিখ।
খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরোতে চাকরি করতে ইচ্ছুক প্রার্থীগণ নির্ধারিত সময়সীমার মধ্যে দ্রুত আবেদন করুন। আরো বিস্তারিত জানতে পোস্টটি সম্পূর্ণ পড়ুন।
চাকরির সারসংক্ষেপ
- বিজ্ঞপ্তি প্রকাশ: ১৫-০৩-২০২৩
- ক্যাটাগরি: ০৪
- খালি পদ: ০৬
- গ্রেড: ১৩-১৬ তম
- বেতন: ৯,৩০০-২৬,৫৯০ টাকা
- বয়স: ১৮-৩০ বৎসর
- আবেদন ফি: ২২৩ টাকা
- আবেদন শুরু: ২০-০৩-২০২৩
- আবেদনের শেষ তারিখ: ০৬-০৪-২০২৩
- আবেদনের মাধ্যম: Online
আরও পড়ুন: চলমান সকল সরকারি চাকরির খবর
২০২৩ সালের খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরো নিয়োগ বিজ্ঞপ্তি ডাউনলোড করুন
নিচের ডাউনলোড বাটনে প্রেস করে নতুন সার্কুলারটি ডাউনলোড করুন-
আরও পড়ুন: বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এর নিয়োগ বিজ্ঞপ্তি
অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত শর্তাবলি
১) নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীগণ bomd.teletalk.com.bd ওয়েবসাইটে আবেদনপত্র পুরণ করবেন। Online-এ আবেদনপত্র পূরণ এবং পরীক্ষার ফি জমাদানের সময় নিম্নরূপ-
তারিখ | সময় | |
আবেদন শুরু | ২০ মার্চ, ২০২৩ | সকাল ১০.০০ ঘটিকা |
আবেদন শেষ | ০৬ এপ্রিল, ২০২৩ | বিকাল ০৫.০০ ঘটিকা |
২) Online আবেদনপত্রে প্রার্থী তার রঙ্গিন ছবি (দৈর্ঘ্য ৩০০ X প্রস্থ ৩০০) pixel ও স্বাক্ষরের ছবি (দৈর্ঘ্য ৩০০ X প্রস্থ ৮০) pixel স্ক্যান করে নির্ধারিত স্থানে Upload করবেন।
উল্লেখ্য, ছবির সাইজ সর্বোচ্চ 100 Kilobyte ও স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ 60 Kilobyte হতে হবে।
৩) Online আবেদনপত্রে পুরণকৃত তথ্যই যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে, সেহেতু আবেদনপত্র অনলাইনে Submit করার পূর্বেই পুরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে আপনাকে শতভাগ নিশ্চিত হতে হবে।
৪) প্রার্থী অনলাইনে পুরণকৃত আবেদনপত্রের একটি প্রিন্ট কপি (Print copy) পরীক্ষা সংক্রান্ত যেকোন প্রয়োজনে সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন এবং মৌখিক পরীক্ষার সময় এক কপি দাখিল করবেন।
৫) SMS প্রেরণের নিয়মাবলি ও আবেদন ফি প্রদান:
Online-এ আবেদনপত্র যথাযথভাবে পূরণ করে নির্দেশনা অনুযায়ী ছবি এবং স্বাক্ষর Upload করে আবেদনপত্র Submit করা সম্পন্ন হলে কম্পিউটারে ছবিসহ Application preview দেখা যাবে।
নির্ভুলভাবে আবেদনপত্র Submit সম্পন্নকারী প্রার্থী একটি User ID ছবি এবং স্বাক্ষরযুক্ত একটি Applicant’s copy পাবেন।
User ID নম্বরটি ব্যবহার করে প্রার্থীকে নিম্নোক্ত পদ্ধতিতে যেকোনো Teletalk pre-paid Mobile নম্বর ব্যবহার করে ২ (দুই) টি পৃথক SMS এর মাধ্যমে আবেদন ফি বাবদ ২০০/- (দুইশত) টাকা ও Teletalk এর সার্ভিস চার্জ বাবদ ২৩ (তেইশ) টাকাসহ (অফেরতযোগ্য) মোট ২২৩ (দুইশত তেইশ) টাকা পরবর্তী ৭২ (বাহাত্তর) ঘন্টার মধ্যে জমা দিবেন।
প্রথম SMS:
BOMD <space> User ID লিখে 16222 নম্বরে Send করতে হবে।
উদাহারণ: BOMD ABCDEF
দ্বিতীয় SMS:
BOMD <space> Yes <space> PIN লিখে 16222 নম্বরে Send করতে হবে।
উদাহারণ: BOMD YES 12345678
Online-এ আবেদন করতে কোনো সমস্যা হলে alljobs.query@teletalk.com.bd ই-মেইলে অথবা ১২১ নম্বরে যোগাযোগ করা যাবে। ই-মেইল Subject a Organization Name: BOMD, post Name•••••••• Applicant’s User ID Contact Number অবশ্যই উল্লেখ করতে হবে।
খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরো’র নিয়োগ পরীক্ষা
প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি bomd.teletalk.com.bd ওয়েবসাইটে এবং প্রার্থীর মোবাইল ফোনে SMS-এর মাধ্যমে (শুধু যোগ্য প্রার্থীদেরকে) যথাসময়ে জানানো হবে।
online আবেদনপত্রে প্রার্থীর প্রদত্ত মোবাইল ফোন নম্বরে পরীক্ষা সংক্রান্ত যাবতীয় যোগাযোগ সম্পন্ন করা হবে বিধায় উক্ত নম্বরটি সার্বক্ষণিক সচল রাখতে হবে এবং নির্দেশনা তাৎক্ষণিকভাবে অনুসরণ করতে হবে।
পরীক্ষা সংক্রান্ত তথ্য পাওয়ার জন্য মোবাইল নম্বর এক্টিভ না রাখার কারণে কোনো তথ্য বা SMS পেতে ব্যর্থ হলে কর্তৃপক্ষ দায়ী থাকবে না।
এসএমএস-এ দেওয়া নির্দেশনা অনুসরণ করে User ID এবং Password ব্যবহার করে পরবর্তীতে রোল নম্বর, পদের নাম, ছবি, পরীক্ষার তারিখ, সময় ও কেন্দ্রের নাম ইত্যাদি তথ্য সংবলিত এডমিট কার্ড প্রার্থী Download পূর্বক print করে নিবেন।
User ID এবং Password পুনরুদ্ধার পদ্ধতি
শুধু টেলিটক প্রি-পেইড মোবাইল ফোন থেকে নিম্নবর্ণিত SMS পদ্ধতি অনুসরণ করে প্রার্থীগণ নিজ নিজ User ID এবং PIN পুনরুদ্ধার করতে পারবেন।
User ID জানা থাকলে: BOMD <space> Help <space> User <space> User ID লিখে Send করুন 16222 নম্বরে।
উদাহারণ: BOMD Help User ABCDEF
PIN Number জানা থাকলে: BOMD <space> Help <space> PIN <space> PIN No. লিখে Send করুন 16222 নম্বরে।
উদাহারণ: BOMD Help PIN 12345678
আরও পড়ুন: কাস্টমস নিয়োগ বিজ্ঞপ্তি
খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরো সম্পর্কিত কিছু তথ্য
খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরো (Bureau of Mineral Development) একটি সরকারি সংস্থা যা বাংলাদেশের খনিজ সম্পদ অনুসন্ধান ও উন্নয়নের জন্য দায়িত্বরত রয়েছে। ১৯৬২ সালে প্রতিষ্ঠিত সংস্থাটি বাংলাদেশ বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের অধীনে কাজ করে।
এর প্রাথমিক উদ্দেশ্য হলো টেকসই পদ্ধতিতে বাংলাদেশে খনিজ সম্পদের অনুসন্ধান করা। সংস্থাটি ভূতাত্ত্বিক জরিপ পরিচালনা, খনিজ সম্পদের মানচিত্র এবং মূল্যায়ন এবং খনিজ অনুসন্ধান ও উন্নয়নের জন্য সম্ভাব্য স্থানগুলি চিহ্নিত করার জন্য কাজ করে থাকে।
বাংলাদেশে খনিজ সম্পদের টেকসই উন্নয়ন নিশ্চিত করতে খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরো অন্যান্য সরকারি সংস্থা এবং স্টেকহোল্ডারদের সাথে একসাথে কাজ করে। এজেন্সিটি খনির খাতে বিনিয়োগ করতে আগ্রহী বেসরকারি খাতের কোম্পানিগুলিকে প্রযুক্তিগত সহায়তা ও নিরাপত্তা প্রদান করে।
সংস্থাটির সামনে অন্যতম প্রধান চ্যালেঞ্জ হলো বাংলাদেশে খনি খাতে বিনিয়োগের অভাব। দেশে কয়লা, প্রাকৃতিক গ্যাস, চুনাপাথর এবং কঠিন শিলা সহ উল্লেখযোগ্য খনিজ সম্পদ রয়েছে, কিন্তু অবকাঠামোর অভাব, নিয়ন্ত্রক প্রতিবন্ধকতা এবং রাজনৈতিক অস্থিতিশীলতার মতো বিভিন্ন কারণে এই খাতে বিনিয়োগ সীমিত হয়েছে।
এই চ্যালেঞ্জ সত্ত্বেও, খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরো তার নিজ দায়িত্ব পালনে প্রতিশ্রুতিবদ্ধ রয়েছে। সংস্থাটি তার কাজ সঠিকভাবে করার মাধ্যমে খনির খাতে আরও বিনিয়োগ আকর্ষণ করার জন্য কাজ করছে৷