কাস্টমস নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩
বাংলাদেশ কাস্টমস কর্তৃপক্ষ নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি গত ১৬ মার্চ ২০২৩ তারিখে প্রকাশ করেছে। কাস্টম হাউস ঢাকা তে জনবল নিয়োগ দেওয়া হবে।
১১ টি ক্যাটাগরির ৪৮ টি শূন্যপদে যোগ্য প্রার্থী রিক্রুট করা হবে। আবেদন করতে পারবেন আগামী 12 এপ্রিল 2023 তারিখের মধ্যে।
ঢাকা কাস্টম হাউসে চাকরি করতে আগ্রহী প্রার্থীগণ আবেদনের শর্তাবলী এই পোস্ট হতে বিস্তারিত সহকারে জানতে পারবেন।
চাকরির সারসংক্ষেপ
- বিজ্ঞপ্তি প্রকাশ: ১৬-০৩-২০২৩
- ক্যাটাগরি: ১১ টি
- খালি পদ: ৪৮ টি
- গ্রেড: ১২-২০ তম
- বেতন: ৮,২৫০-২৭,৩০০ টাকা
- বয়স: ১৮-৩২ বছর
- আবেদন ফি: ১১২, ২২৩ ও ৩৩৪ টাকা
- আবেদন শুরু: ২৩-০৩-২০২৩
- আবেদনের শেষ তারিখ: ১২-০৪-২০২৩
- আবেদনের মাধ্যম: Online
আরও পড়ুন: চলমান সকল এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি
2023 সালের কাস্টমস নিয়োগ বিজ্ঞপ্তি ডাউনলোড করুন
নিচে ১৬ মার্চ ২০২৩ তারিখে প্রকাশিত কাস্টম হাউস ঢাকা এর নিয়োগ বিজ্ঞপ্তি PDF ডাউনলোড লিংক সহ দেওয়া হয়েছে।
আরও পড়ুন: ভোক্তা অধিদপ্তর এর নিয়োগ বিজ্ঞপ্তি
অনলাইনে আবেদন করার নিয়মাবলী
১) চাকরির পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীগণকে dch.teletalk.com.bd এই ওয়েবসাইট Visit করে আবেদন ফরম পূরণ করতে হবে। আবেদনের সময়সীমা নিম্নরূপঃ
তারিখ | সময় | |
আবেদন শুরু | ২৩ মার্চ ২০২৩ | সকাল ০৯.০০ ঘটিকা |
আবেদন শেষ | ১২ এপ্রিল ২০২৩ | বিকাল ০৪.০০ ঘটিকা |
উক্ত সময়সীমার মধ্যে User ID প্রাপ্ত প্রার্থীগণ Online এ আবেদনপত্র দাখিল এর সময় থেকে পরবর্তী ৭২(বাহাত্তর) ঘন্টার মধ্যে SMS-এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন।
২) Online আবেদনপত্রে প্রার্থী তাঁর সাম্প্রতিক তোলা রঙ্গিন ছবি (দৈর্ঘ্য ৩০০ গ্রন্থ ৩০০ Pixel) এবং স্বাক্ষর (দৈর্ঘ্য ৩০০ × প্রস্থ ৮০ Pixel) স্ক্যান করে নির্ধারিত স্থানে upload করবেন।
৩) Online এ আবেদনপত্রে প্রদানকৃত তথ্যই পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে। সুতরাং Online এ আবেদনপত্র Submit করার আগে পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে আপনাকে ১০০% নিশ্চিত হতে হবে।
৪) প্রার্থী Online এ পূরণকৃত Application Form এর একটি Print Copy নিয়োগ পরীক্ষা সংক্রান্ত যে কোন প্রয়োজনে সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন।
৫) যদি Applicant’s Copy-তে কোন তথ্য ভুল থাকে বা অস্পষ্ট ছবি থাকে, তাহলে আবেদন ফি জমা না দিয়ে থাকলেই কেবল পুনরায় আবেদন করতে পারবেন।
উল্লেখ্য যে, আবেদন ফি জমাদানের পরে আর কোন পরিবর্তন/পরিমার্জন/পরিবর্ধন গ্রহণযোগ্য নয় বিধায় আবেদন ফি জমাদানের পূর্বে প্রার্থী অবশ্যই উক্ত Applicant’s Copy-তে তার সাম্প্রতিক তোলা রঙ্গিন ছবি, নির্ভুল তথ্য ও স্বাক্ষরযুক্ত PDF কপি ডাউনলোডপূর্বক নিশ্চিত করে রঙিন প্রিন্ট করে সংরক্ষণ করবেন।
৬) Online-এ আবেদন এবং টাকা জমার কাজটি প্রার্থী নিজে করবেন। এক্ষেত্রে অন্য কোন মাধ্যমে থেকে উক্ত কাজটি সম্পন্ন করে প্রার্থী প্রতারিত হলে নিয়োগ কর্তৃপক্ষ দায়ী থাকবে না।
৭) Online এ আবেদন করতে কোন সমস্যা হলে টেলিটক নম্বর থেকে ১২১ নম্বরে ডায়াল করুন অথবা alljobs.query@teletalk.com.bd ঠিকানায় মেইল পাঠাতে পারেন।
যেভাবে আবেদন ফি প্রদান করবেন
Online এ আবেদনপত্র (Application Form) যথাযথভাবে পূরণ করে নির্দেশনা মতো ছবি ও স্বাক্ষর Upload করে আবেদনপত্র submit করা সম্পন্ন হলে কম্পিউটারে ছবিসহ Application প্রিভিউ দেখা যাবে।
Applicant’s Copy-তে একটি User ID নম্বর লেখা থাকবে এবং User ID নম্বরটি ব্যবহার করে প্রার্থী নিম্নোক্ত পদ্ধতিতে যে কোন টেলিটক Pre-Paid Mobile নম্বরের মাধ্যমে ০২ (দুই) টি SMS করে আবেদন ফি জমা দিবেন।
১ম SMS:
DCH <space> User ID লিখে Send করতে হবে ১৬২২২ নম্বরে।
উদাহরণ: DCH ABCDEF
২য় SMS:
DCH <space> Yes <space> PIN লিখে Send করতে হবে ১৬২২২ নম্বরে।
উদাহরণ: DCH Yes 12345678
দ্বিতীয় SMS টি Send করার পর ফিরতি SMS এ একটি Password পাবেন। User ID এবং Password টি ভবিষ্যৎ প্রয়োজনের জন্য সংরক্ষণ করতে হবে।
নিয়োগ পরীক্ষা ও প্রবেশপত্র ডাউনলোড
আবেদন গ্রহণের সময়সীমা শেষ হওয়ার পর প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি dch.teletalk.com.bd ওয়েবসাইটে এবং প্রার্থীর মোবাইল ফোনে SMS এর মাধ্যমে কেবল যোগ্য প্রার্থীদেরকে যথাসময়ে জানানো হবে।
আপনি একি এডমিট কার্ড নিয়ে লিখিত, ব্যবহারিক (প্রযোজ্য ক্ষেত্রে) ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন।
অনলাইন আবেদনপত্রে প্রার্থীর প্রদত্ত মোবাইল ফোনে পরীক্ষা সংক্রান্ত যাবতীয় যোগাযোগ সম্পন্ন করা হবে বিধায় উক্ত নম্বরটি সার্বক্ষণিক সচল রাখা, SMS পড়া এবং প্রাপ্ত নির্দেশনা তাৎক্ষণিক অনুসরণ করা বাঞ্ছনীয়।
SMS এ প্রেরিত User ID এবং Password ব্যবহার করে পরবর্তীতে রোল নম্বর, পদের নাম, ছবি, পরীক্ষার তারিখ, সময় ও স্থান/কেন্দ্রের নাম ইত্যাদি তথ্য সম্বলিত প্রবেশপত্র প্রার্থী Download পূর্বক রঙিন প্রিন্ট করে নিবেন।
প্রার্থী প্রবেশপত্রটি লিখিত, ব্যবহারিক (প্রযোজ্য ক্ষেত্রে), শারীরিক (প্রযোজ্য ক্ষেত্রে) পরীক্ষায় অংশগ্রহণের সময়ে এবং উত্তীর্ণ হলে মৌখিক পরীক্ষার সময়ে অবশ্যই প্রদর্শন করবেন।
আরও পড়ুন: বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এর নতুন নিয়োগ বিজ্ঞপ্তি
User ID এবং Password পুনরুদ্ধার পদ্ধতি
নিম্নবর্ণিত SMS পদ্ধতি অনুসরণ করে কেবল টেলিটক প্রি-পেইড মোবাইল ফোন থেকে প্রার্থীগণ নিজ নিজ User ID এবং Password পুনরুদ্ধার করতে পারবেন।
আপনি যদি User ID জেনে থাকে: DCH <space> HELP <space> USER <space> User ID লিখে ১৬২২২ নম্বরে Send করতে হবে।
উদাহরণ: DCH HELP USER ABCDEF
আপনি যদি PIN নম্বর জেনে থাকেন: DCH <space> HELP <space> PIN <space> PIN Number লিখে ১৬২২2 নম্বরে Send করতে হবে।
উদাহরণ: DCH HELP PIN 12345678
এই পোস্টের মাধ্যমে আপনি ২০২৩ সালের ঢাকা কাস্টমস নিয়োগ বিজ্ঞপ্তি পেলেন। একিভাবে আপনি যদি বাংলাদেশের অন্যান্য অঞ্চল যেমনঃ এয়ারপোর্ট, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, বেনাপোল, সিলেট, খুলনা এবং মোংলা এর 2023 সালের কাস্টমস নিয়োগ বিজ্ঞপ্তি পেতে চান তাহলে এই পেজটি নিয়মিত ভিজিট করুন। ধন্যবাদ আপনাকে।