Home » সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি » অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি » স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর (এইচইডি) নিয়োগ বিজ্ঞপ্তি 2023

স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর (এইচইডি) নিয়োগ বিজ্ঞপ্তি 2023

স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর (সংক্ষেপে এইচইডি) এর নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি গত 13 মার্চ 2023 তারিখে প্রকাশিত হয়েছে। সার্কুলার অনুযায়ী, ০৩ টি পদের বিপরীতে মোট ৬৬ জন যোগ্য প্রার্থী রিক্রুট করা হবে।

আগ্রহী প্রার্থীদেরকে ৩০ মার্চ ২০২৩ তারিখের মধ্যে অনলাইনে আবেদন দাখিল করতে হবে। আবেদন প্রক্রিয়া ও আবেদন যোগ্যতা বিস্তারিতভাবে এই পোস্ট হতে জানতে পারবেন।

এতএব আপনি স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে চাকরি করতে আগ্রহী হয়ে থাকেন তাহলে পোস্টটি সম্পূর্ণ পড়ুন।

 

চাকরি সারসংক্ষেপ

  • বিজ্ঞপ্তি প্রকাশ: ১৩-০৩-২০২৩
  • ক্যাটাগরি: ০৩ টি
  • খালি পদ: ৬৬ টি
  • গ্রেড: ১৪-২০ তম
  • বেতন: ৮,২৫০-২৪,৬৮০ টাকা
  • বয়স: ১৮-৩০ বৎসর
  • আবেদন ফি: ১১২ ও ২২৩ টাকা
  • আবেদন শুরু: ১৬-০৩-২০২৩
  • আবেদনের শেষ তারিখ: ৩০-০৩-২০২৩
  • আবেদনের মাধ্যম: Online

 

আরও পড়ুন: চলমান সকল সরকারি চাকরির খবর

 

২০২৩ সালের স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর এর নিয়োগ বিজ্ঞপ্তি ডাউনলোড করুন

নিয়োগ সার্কুলার টি PDF আকারে ডাউনলোড করতে চাইলে নিচের বাটনে প্রেস করুন-

 

১৩ মার্চ ২০২৩ তারিখে প্রকাশিত স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর (এইচইডি) এর নিয়োগ বিজ্ঞপ্তির প্রথম পৃষ্ঠা

১৩ মার্চ ২০২৩ তারিখে প্রকাশিত স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর (এইচইডি) এর নিয়োগ বিজ্ঞপ্তির দ্বিতীয় পৃষ্ঠা

১৩ মার্চ ২০২৩ তারিখে প্রকাশিত স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর (এইচইডি) এর নিয়োগ বিজ্ঞপ্তির তৃতীয় পৃষ্ঠা

 

 

আরও পড়ুন: খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরো এর নিয়োগ বিজ্ঞপ্তি

 

আবেদনের শর্তাবলী

  • প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে।
  • প্রার্থীদের বয়স ২৮ মার্চ ২০২৩ তারিখে ১৮ থেকে ৩০ বৎসরের মধ্যে হতে হবে। তবে বীর-মুক্তিযোদ্ধা বা শহীদ বীর-মুক্তিযোদ্ধাদের পুত্র-কন্যা এবং শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়সসীমা ১৮ থেকে ৩২ বৎসর। (বয়স প্রমাণের ক্ষেত্রে কোন এফিডেফিট (Affidavit) গ্রহণযোগ্য হবে না।)
  • সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত সংস্থায় কর্মরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে।
  • মৌখিক পরীক্ষার সময় নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অনাপত্তি বা No Objection Letter এর মূলকপি জমা দিতে হবে।
  • নিয়োগের ক্ষেত্রে সরকার কর্তৃক প্রদত্ত বিধি-বিধান এবং পরবর্তীতে এ সংক্রান্ত বিধানে কোন সংশোধন/পরিবর্তন হলে তা অনুসরণ করা হবে।
  • একাধিক পদের জন্য কেউ আবেদন করতে পারবেন না।

 

যেভাবে অনলাইনে আবেদন করবেন

০১) পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক ব্যক্তি http://hed.teletalk.com.bd/ এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন। নিচে আবেদনের সময়সীমা দেওয়া হলো-

 

তারিখ সময়
আবেদন শুরু ১৬ মার্চ ২০২৩ সকাল ১০:০০ টা
আবেদন শেষ ৩০ মার্চ ২০২৩ বিকাল ০৫:০০টা

 

উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি (User ID) প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিট এর সময় থেকে পরবর্তী ৭২ ঘন্টার মধ্যে এসএমএস (SMS) এ পরীক্ষার ফি জমা দিতে পারবেন।

০২) Online আবেদনপত্রে প্রার্থী তার স্বাক্ষর (দৈর্ঘ্য ৩০০ x প্রস্থ ৮০ pixel) ও রঙ্গিন ছবি (দৈর্ঘ্য ৩০০ x প্রস্থ ৩০০ pixel) স্ক্যান (Scan) করে নির্ধারিত স্থানে Upload করবেন।

উল্লেখ্য, ছবির সাইজ সর্বোচ্চ ১০০ KB ও স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ ৬০ KB হতে হবে।

০৩) অনলাইন আবেদনপত্রে প্রদানকৃত তথ্যই যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে, তাই অনলাইনে আবেদনপত্র Submit করার পূর্বেই পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে নিশ্চিত হবেন।

০৪) প্রার্থী অনলাইনে পূরণকৃত আবেদনপত্রের একটি রঙ্গিন প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত যে কোন প্রয়োজনের সহায়ক হিসেবে যত্ন করে সংরক্ষণ করবেন।

 

যেভাবে আবেদন ফি জমা দিবেন

অনলাইন আবেদনপত্র (Online Application Form) যথাযথভাবে পূরণ করে নির্দেশনা মতে ছবি এবং স্বাক্ষর Upload করে আবেদনপত্র Submit করা সম্পন্ন হলে কম্পিউটারের স্ক্রিনে ছবিসহ Application Preview দেখা যাবে।

আপনি User ID, ছবি এবং স্বাক্ষরযুক্ত একটি আবেদন কপি (Applicant’s Copy) পাবেন যদি আপনি সঠিকভাবে আবেদনপত্র Submit করা সম্পন্ন করেন। উক্ত Applicant’s Copy প্রার্থী Download করবেন এবং রঙ্গিন প্রিন্ট করে সংরক্ষণ করবেন।

Applicant’s Copy তে একটি User ID নম্বর দেয়া থাকবে। এই নম্বর ব্যবহার করে প্রার্থী নিম্নোক্ত পদ্ধতিতে যে কোন Teletalk pre-paid সিমের মাধ্যমে মাত্র ০২ (দুই) টি SMS করে পরীক্ষার ফি বাবদ স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লিখিত ক্রমিক ১-২এর জন্য পরীক্ষার ফি বাবদ ২০০ টাকা ও টেলিটক এর সার্ভিস চার্জ বাবদ ২৩ টাকাসহ (অফেরতযোগ্য) মোট ২২৩ টাকা এবং ৩ ক্রমিক নম্বরের জন্য পরীক্ষার ফি বাবদ ১০০ টাকা ও টেলিটক এর সার্ভিস চার্জ বাবদ ১২ টাকাসহ (অফেরতযোগ্য) মোট ১১২ টাকা অনধিক ৭২ ঘন্টার মধ্যে জমা দিবেন।

প্রথম SMS:

HED <space> User ID লিখে 16222 নম্বরে Send করতে হবে।

Example: HED FEDCBA

দ্বিতীয় SMS:

HED <space> Yes <space> PIN লিখে Send 16222 নম্বরে করতে হবে।

Example: HED YES 87654321

এখানে বিশেষভাবে উল্লেখ্য যে, অনলাইন আবেদনপত্রের সকল অংশ পূরণ করে Submit করা হলেও আপনি যতক্ষণ পর্যন্ত পরীক্ষার ফি জমা না দিবেন ততক্ষন পর্যন্ত Online আবেদনপত্র কোন অবস্থাতেই গৃহীত হবে না।

 

নিয়োগ পরীক্ষা ও প্রবেশপত্র ডাউনলোড

প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি hed.teletalk.com.bd ওয়েবসাইটে এবং প্রার্থীর মোবাইল ফোনে SMS এর মাধ্যমে শুধুমাত্র যোগ্য প্রার্থীদের যথাসময়ে জানানো হবে।

অনলাইন আবেদনপত্রে গ্রার্থীর প্রদত্ত মোবাইল ফোনে পরীক্ষা সংক্রান্ত যাবতীয় যোগাযোগ সম্পন্ন করা হবে। সুতরাং উক্ত নম্বরটি সার্বক্ষণিক সচল রাখা, SMS পড়া এবং প্রাপ্ত নির্দেশনা তাৎক্ষণিকভাবে অনুসরণ করা বাঞ্চনীয়।

User ID এবং Password ব্যবহার করে পরবর্তীতে রোল নম্বর, পরীক্ষার তারিখ, সময় ও কেন্দ্রের নাম ইত্যাদি তথ্য সংবলিত এডমিট কার্ড প্রার্থী Download পূর্বক রঙ্গিন Print করে নিবেন।

প্রার্থী প্রবেশ পত্রটি লিখিত পরীক্ষায় অংশগ্রহণের সময়ে এবং উত্তীর্ণ হলে ভাইভা পরীক্ষার সময়ে অবশ্যই সংগে আনবেন।

 

আরও পড়ুন: রেলপথ মন্ত্রণালয় এর নতুন নিয়োগ বিজ্ঞপ্তি

 

স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর সম্পর্কিত কিছু তথ্য

স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর (এইচইডি) বাংলাদেশের একটি সরকারি সংস্থা যা সারা দেশে স্বাস্থ্য অবকাঠামো প্রকল্পের পরিকল্পনা, নকশা প্রণয়ন এবং বাস্তবায়নের জন্য দায়ীত্বরত রয়েছে। বিভাগটি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে কাজ করে এবং বাংলাদেশের জনগণকে মানসম্পন্ন স্বাস্থ্যসেবা প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

হাসপাতাল, ক্লিনিক এবং স্বাস্থ্য কেন্দ্রের মতো স্বাস্থ্য সুবিধাগুলির নির্মাণ, রক্ষণাবেক্ষণ এবং সংস্কারের জন্য স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর কাজ করে থাকে। এটি দেশের অন্যান্য স্বাস্থ্যসেবা সংস্থা এবং সংস্থাগুলিকে প্রযুক্তিগত সহায়তা এবং নির্দেশিকা প্রদান করে।

বিভাগটি একজন মহাপরিচালকের নেতৃত্বে পরিচালিত হয় এবং এটি পরিকল্পনা ও উন্নয়ন বিভাগ, নকশা ও প্রকৌশল বিভাগ এবং নির্মাণ ও রক্ষণাবেক্ষণ বিভাগ সহ কয়েকটি বিভাগে বিভক্ত। প্রতিটি বিভাগ স্বাস্থ্য অবকাঠামো উন্নয়ন সম্পর্কিত নির্দিষ্ট কাজের জন্য কাজ করে।

বাংলাদেশে স্বাস্থ্যসেবা অবকাঠামোর উন্নয়নে এইচইডি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে, বিশেষ করে গ্রামীণ এলাকায় যেখানে মানসম্পন্ন স্বাস্থ্যসেবার অ্যাক্সেস সীমিত। এটি নতুন স্বাস্থ্যসেবা সুবিধাগুলি নির্মাণ, বিদ্যমানগুলিকে আপগ্রেড করতে এবং প্রয়োজনীয় সরঞ্জাম ও সরবরাহের জন্য বেশ কয়েকটি উদ্যোগ গ্রহণ করেছে।

অবকাঠামো উন্নয়নের পাশাপাশি, স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর দুর্যোগ ব্যবস্থাপনা এবং জরুরী প্রতিক্রিয়াতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বন্যা ও ঘূর্ণিঝড়ের মতো প্রাকৃতিক দুর্যোগের সময় ত্রাণ কার্যক্রম সমন্বয় করা এবং চিকিৎসা ও লজিস্টিক সহায়তা প্রদানের জন্য বিভাগটি দায়ী।

স্বাস্থ্যসেবা খাতে উল্লেখযোগ্য অবদান থাকা সত্ত্বেও, স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর সীমিত সম্পদ, আমলাতান্ত্রিক বিলম্ব এবং দক্ষ জনবলের অভাব সহ বেশ কয়েকটি চ্যালেঞ্জের মুখোমুখি। তারপরও অধিদপ্তরটি এই চ্যালেঞ্জগুলি কাটিয়ে উঠতে এবং বাংলাদেশের জনগণকে মানসম্পন্ন স্বাস্থ্যসেবা প্রদানের লক্ষ্যে কাজ করে যাচ্ছে।

 

বিঃদ্রঃ স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি 2023 সংক্রান্ত পরবর্তী সকল আপডেট এই পোস্টের মাধ্যমে জানতে পারবেন।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *